রাউজান বিদ্যুৎ টাওয়ার অভিযান, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার রাউজান থানার বিদ্যুৎ টাওয়ারে অভিযান পরিচালনা করা হয়, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার জন্য ও শত্রুদের বিপর্যস্ত করার জন্য। ক্যাপ্টেন করিমের নেতৃত্বে ৭/৮ জন মুক্তিযোদ্ধা যেমন, দুলাল, অধ্যাপক শামসুল ইসলাম, হাবিলদার রহমান, মাহফুজুর রহমান খান সহ অন্যরা এই অভিযানে অংশ নেন। তাঁরা ৩ ভাগে ভাগ হয়ে ১ম দল নিরাপত্তার জন্য পাহারা দেন, ২য় দল বিস্ফোরক সংযুক্ত করেন, ৩য় দল হ্যাকসো ব্লেড দিয়ে টাওয়ারের পাত কাটার জন্য নিয়োজিত হন। এই সময় রাত আনুমানিক ১টা বাজে। ৩ দলের অবস্থান ছিল টাওয়ারের কাছে পাহাড়ের পাদদেশে। সকল কাজ সম্পন্ন হলে প্রচণ্ড বিস্ফোরণে টাওয়ারটি মাটিতে পড়ে যায়। ফলে ঐ এলাকায় কয়েকদিন বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ ছিল।
[৫৯৭] কে.এম. আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত