You dont have javascript enabled! Please enable it!

রাঙ্গীপাড়া অভিযান, পার্বত্য চট্টগ্রাম

পার্বত্য চট্টগ্রামের বৈরাগি বাজার হতে ৩কিলোমিটারউত্তর – পূর্ব দিকে রাঙ্গী পাড়া অবস্থিত। আনুমানিক ১৫/২০ জন পাকসেনার রাঙ্গীপাড়ায় একটি ক্যাম্পে স্থাপন করে। এই ক্যাম্পে অভিযান পরিচালনা করেন মো সিরাজুল ইসলাম ও তার মুক্তিযোদ্ধা দল। ১৯৭১ এর ডিসেম্বরের প্রথম দিকে ৩০/৩৫ জনের মুক্তিবাহিনী ও ৭০ জনের মতো মিএবাহিনীর একটি দল রাঙ্গী পাড়ার দিকে অগ্রসর হন। মুক্তিযোদ্ধারা ক্যাম্পের পূর্বে, উত্তর ও পশ্চিম দিকে অবস্থান নিয়ে এক যোগে গুলিবর্ষণ শুরু করেন। প্রায় ৩ দিন গোলাগুলির পর পাকবাহিনী পিছু হটে। মুক্তিবাহিনী রাঙ্গীপাড়া ও বৈরাগি বাজার দখল করে নেয়।

[৫৯৭] কে.এম. আহসান কবীর

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!