You dont have javascript enabled! Please enable it! রকেট ষ্টীমার আক্রমণ - সংগ্রামের নোটবুক

রকেট ষ্টীমার আক্রমণ

বর্ষাকালে খুলনা-ঢাকাগামী রকেট ষ্টীমার মুক্তিফৌজ কর্তৃক আক্রমণ একটি উল্লেখযোগ্য ঘটনা। মুক্তিযোদ্ধারা ষ্টীমার আক্রমণ করলে সারেং ষ্টীমার থামায়। অতঃপর মুক্তিযোদ্ধাদের নির্দেশ মতো পাড়ে ভিড়িয়ে ষ্টীমার হতে সকল যাত্রীদের ডাঙ্গায় নামান হয়। প্রায় চার শত যাত্রী ছিল। এদের কয়েকজন পাকদালাল বাদে অবশিষ্ট যাত্রীদের ছেড়ে দেওয়া হয়। দালাল কয়েকজন মুক্তিফৌজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এইসব যাত্রীদের মধ্যে নসু খান, মাহবুব হায়দার, মনিরুল ইসলামও ছিল। মুক্তিযোদ্ধা যারা এই আক্রমণে অংশ নিয়েছিল তারা হল চন্দ্র, দিঘুলিয়ার হেকমত, বড়কার হুমায়ুন কবির, বালু ও শ্রমীক নেতা আবুল কাসেম প্রভৃতি
[৬৩৫] মোঃ সোলায়মান আলী

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত