You dont have javascript enabled! Please enable it! রতনপুর অ্যাম্বুশ, গাইবান্ধা - সংগ্রামের নোটবুক

রতনপুর অ্যাম্বুশ, গাইবান্ধা

গাইবান্ধা থেকে দক্ষিণে ব্রক্ষপূত্র নদীর পাড়ে ফলছড়ি থানার একটি ছোট গ্রামের নাম রতনপুর। আগস্ট মাসের শেষ সপ্তাহ। চর রতনপুরে তখন কমান্ডার রঞ্জুর নেতৃত্ব ২০ জন যোদ্ধা অবস্থান করছিল। এক সকালবেলা দশটার দিকে খবর আসে যে পাকিস্তানীরা রাজাকারদের সাথে নিয়ে রতনপুর গ্রামে লুটতরাজ করছে। তারা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে শত্রুকে প্রায় ঘিরে ফেলে। শত্রুর নিকট স্থানীয় ক্যাম্প ছিল উত্তরে বাঁধের উপর রসুলপুরে। এ সময় একজন যোদ্ধা অস্ত্রসস্ত্র একে রাজাকারকে জীবিত ধরে ফেলে। এতে মুক্তিযোদ্ধাদের মনোবলও আরও বেড়ে যায়। ১৬ জন রাজাকার অস্ত্র সহ ধরা পড়ে মুক্তিযোদ্ধ ও গ্রামবাসীর হাতে। এদের দুজনকে গ্রামবাসী প্রতিশোধ স্পৃহায় হত্যা করে, দুজন পালিয়ে যায় ভীড়ের মধ্যে।
[২৯৬] অমিত কুমার বিশ্বাস

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত