You dont have javascript enabled! Please enable it!

রূপগঞ্জ থানার জাঙ্গীর গ্রামে অপারেশন, নারায়ণগঞ্জ

সেপ্টেম্বর মাসের শেষের দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা কমান্ডার আব্দুল জাব্বার খান পিনুর নেতৃত্ব, মোস্তফার গ্রুপ, নেভাল সিরাজের গ্রুপ, বাবুল গ্রুপ, মেসবাহউদ্দীন, খালেক, নাসির মীর, মো. আমানউল্লাহ আমান, এসহাক, শহীদুল্লাহ, আসাদ মীর, মান্নান, বিল্লাল, জাঙ্গীর গ্রাম ও হাটাবো গ্রামে অপারেশন করেন। আশরাফ জুট মিলের গানবোট দিয়ে পাকআর্মিরা ডেমরা হয়ে নদী পথে ঢাকা যেত। পাকআর্মিদের গানবোটে দেখে মুক্তিযোদ্ধারা আক্রমণ করার জন্য তাৎক্ষণাৎ পজিশন নেন। বোয়ালিতে আব্দুর জব্বার খান পিনুর গ্রুপ, মাটিছড়ায় নেভাল সিরাজের গ্রুপ, কালীগঞ্জ কালীখালি রেলস্টেশনে বাবুলের গ্রুপের মুক্তিযোদ্ধা মো. ইয়াদ আলই, আব্দুল খালেক ও আরও মুক্তিযোদ্ধা অবস্থান নিয়ে চতুর্দিক হতে পাক আর্মিদের আক্রমণ করেন। মুক্তিযোদ্ধারা ১৯ জন পাক আর্মিকে মেরে অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করে গানবোট ডুবিয়ে দেয়।

[১১০] রীতা ভৌমিক

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত