রফিকুল ইসলাম, মেজর, বীরউত্তম
মেজর (অবঃ) রফিকুল ইসলাম ১ নং সেক্টরের অধিনায়ক ছিলেন। মেজর (অবঃ) রফিকুল ইসলাম (জন্ম ১৩ সেপ্টেম্বর ১৯৪৩) ১৯৬৩ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়ে আর্মি ইঞ্জিনিয়ারিং কোরে কমিশন লাভ করেন। পরে তিনি আর্টিলারি কোরে যোগ দেন। ১৯৭০ সালের শুরুর দিকে তিনি ডেপুটেশনে ইস্ট পাকিস্তান রাইফেলস-এর চট্টগ্রামস্থ হেডকোয়ার্টারে অ্যাডজুটেন্ড হিসেবে যোগ দেন। ’৭১- ক্যাপ্টেন রফিক ছিলেন সেক্টর অ্যাডজুটেন্ড। পরিস্থিতি আঁচ করতে পেরে ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীর হত্যাযজ্ঞ শুরুর আগেই ইপিআর সদস্যদের নিয়ে চট্টগ্রামে সশস্ত্র সংগ্রাম শুরু করেছিলেন তিনি।
প্রথমে মেজর জিয়ার অধিনায়কত্বে ১নং সেক্টরে যুদ্ধ করেন ক্যাপ্টেন রফিক। জুন মাসে ‘জেড ফোর্স’ গঠিত হলে , সেই সময় থেকে যুদ্ধের শেষ দিন পর্যন্ত ১ নং সেক্টরের সামরিক কমান্ডের দায়িত্বভার অর্পিত হয় ক্যাপ্টেন রফিকের ওপর। ৫টি সাব-সেক্টর নিয়ে গঠিত ১ নং সেক্টরটির ভৌগলিক অবস্থান ছিল চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও নোয়াখালী জেলার অংশবিশেষ (মহুরী নদীর পূর্ব পাড় পর্যন্ত)। যুদ্ধকালীন সময়েই মেজর পদে উন্নীত হন রফিকুল ইসলাম।
তিনি ‘লক্ষ প্রাণের বিনিময়ে’ (এ টেল অব মিলিয়ন্স) নামের প্রত্যক্ষ অভিজ্ঞতাভিত্তিক মুক্তিযুদ্ধের একটি প্রামাণ্য গ্রন্থের রচনা করেন।
রিয়াজ আহমেদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত