মৌচাকের যুদ্ধ, গাজীপুর
গাজীপুর জেলার জয়দেবপুরের চৌরাস্তা হতে প্রায় ১০ কি.মি পশ্চিমে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে মৌচাক এলাকা বিস্তৃত। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকসেনাদের সেনা ও রসদ সরবরাহের এক গুরুত্বপূর্ণ পথ ছিল এই ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। ১৯৭১ সালের ১৫ অক্টোবর গাজীপুরের প্লাটুন কমান্ডার সিদ্দিক হোসেন ও সেকশন কমান্ডার আবুল কাশেমের নেতৃত্বে প্রায় ১০০ জন মুক্তিযোদ্ধা পাকবাহিনীর একটি কনভয়ের উপর অ্যাম্বুশ করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী মুক্তিযোদ্ধারা ৩টি দলে বিভক্ত হয়ে মৌচাক এলাকায় অবস্থান নেয়। জয়দেবপুর থেকে টাঙ্গাইলের দিকে গমনরত পাকবাহিনী কনভয়টি আনুমানিক ১১টার সময় মৌচাক এলাকায় পৌছানোর পর মুক্তিবাহিনী সমন্বিত আক্রমণের সম্মুখীন হয়। উভয় পক্ষে যুদ্ধ শুরু হয়। যুদ্ধে পাকবাহিনীর সম্পূর্ণরূপে পরাস্ত হয়ে রণভঙ্গ দেয় এবং তাদের ৩টি গাড়ি টাঙ্গাইলের দিকে পালিয়ে যায়। এই যুদ্ধে পাকবাহিনীর বিপুল ক্ষয়ক্ষতি হয়
[৫৯৪] তানজিলা তওহিদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত