You dont have javascript enabled! Please enable it! 1971.08.12 | যাদবপুরের যুদ্ধ, মেহেরপুর - সংগ্রামের নোটবুক

যাদবপুরের যুদ্ধ, মেহেরপুর

১২ আগস্ট মুক্তিযোদ্ধা কামালউদ্দীন তার দলবল নিয়ে যাদবপুরে পাকসেনাদের অস্থায়ী ক্যাম্পে হামলা চালায়। একজন পাকসেনা আহত হয়। পরদিন আক্রমণ করে। মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, খেজমত আলী, কাশেম, আক্কাস, বজলু, হারুন, ইউনুস, আইয়ুব, নূরুল ইসলাম এবং কামালউদ্দীন প্রবল প্রতিরোধ গড়ে তোলে। একজন পাকসেনা নিহত হয়। পাকবাহিনী ২ ইঞ্চি মর্টার ব্যবহার করে। মুক্তিযোদ্ধাদের কিছুই করতে না পেরে নিরীহ গ্রামবাসীকে নির্যাতন করে। এ দিনের সম্মুখযুদ্ধে গোভীপুরের মুক্তিযোদ্ধা আবুল কাশেম শেখ শহীদ হয়।

[১০৩] রফিকুর রশীদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত