You dont have javascript enabled! Please enable it!

মোগড়াপাড়া ব্রিজে আর্মি অপারেশন, নারায়ণগঞ্জ

মোগড়াপাড়া হতে দাউদকান্দি যাবার পথে ব্রক্ষপুত্র শাখা নদীর ওপর মোগড়াপাড়া ব্রিজে পাকসেনাদের জিপ যাতায়াত করত। পাকসেনাদের হঠাৎ আক্রমণের পরিকল্পনা নিয়ে ৫ নভেম্বর রাত প্রায় ৯টায় সোনারগাঁয়ের গ্রুপ কমান্ডার বিদ্যুৎ ভৌমিকের নেতৃত্ব হারুন, সোনারগাঁ থানা কমান্ডার আব্দুল মালেক, মজিবর রহমান প্রমুখ পূর্ব দিক পানাম হতে ব্রিজের নিচে পজিশন নেন এবং বন্দরের সহকারী কমান্ডার মোঃ নুরুজ্জামান ও আরো ৪ জন মুক্তিযোদ্ধা ব্রক্ষপুত্র শাখা নদীর ওপর দিয়ে নৌকাযোগে পানামা যাবার পথে ওদের সাথে মিলিত হতে ব্রিজের নিচে পশ্চিম দিকে অবস্থান নেন। কিছুক্ষণ পর পাকআর্মির জিপ ব্রিজের কাছে আসতেই নিচ থেকে তার জিপ লক্ষ্য করে ফায়ার করেন। এই জিপটির পেছনে আরও কয়েকটি জিপ এসে থামে ব্রিজের ওপর। প্রথম জিপটি অকেজো হয়ে পড়ে। পাক আর্মিদের সাথে মুক্তিযোদ্ধাদের অনেকক্ষণ গোলাগুলি হয়। পাকআর্মির সংখ্যা আরো বেড়ে এলে মুক্তিযোদ্ধারা পিছু হটে যান।
[১১০] রীতা ভৌমিক

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত