মোকামতলা যুদ্ধ, বগুড়া
মোকামতলা বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। এটি বগুড়া শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে বগুড়া-রংপুর মহাসড়কের উপর অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় পাকহানাদার বাহিনী মোকামতলা হতে ৭ কিলোমিটার দক্ষিণে মহাস্থানগড়ের টিলার উপর ক্যাম্প স্থাপন করছিল। এই সময় মুক্তিযোদ্ধারা পাকসেনাদের যাতায়াত ব্যবস্থা ধ্বংস করার জন্য মোকামতলার নিকটস্থ মালাহার গ্রামের চৌকিরঘাট ব্রিজটি ধ্বংস করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী জনাব রফিকুল ইসলাম দুলাল ৫/৬ জন মুক্তিযোদ্ধা নিয়ে ব্রিজের পশ্চিম পাশে অবস্থান নেয়। তারপর রাতের ঘন অন্ধকারে দুজন মুক্তিযোদ্ধা পানিতে ডুব দিয়ে ব্রিজের নীচে আসে এবং অতি সন্তপর্ণে ব্রিজের একপাশে বিস্ফোরক লাগিয়ে নিরাপদে দলের সাথে মিলিত হন। অতঃপর নিরাপদ দূরত্ব থেকে বিস্ফোরণ ঘটান। এতে ব্রিজটি ধ্বংস হয়ে যায় এবং ব্রিজের দুই পাশে পাহারারত সব রাজাকাররা ভয়ে পালিয়ে যায়। এ যুদ্ধে মুক্তিযোদ্ধাদের কেউ হতাহত হয়নি।
[৫৯৭] চাঁদ সুলতানা কাওছার
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত