You dont have javascript enabled! Please enable it! মেনিখালি ব্রিজে পাকসেনাদের ঘাঁটি অপারেশন, নারায়ণগঞ্জ - সংগ্রামের নোটবুক

মেনিখালি ব্রিজে পাকসেনাদের ঘাঁটি অপারেশন, নারায়ণগঞ্জ

মেনিখালি ব্রিজের সামনে পাকসেনারা ঘাঁটি স্থাপন করে। নভেম্বর মাসের শেষ দিকে আব্দুল লতিফ, গ্রুপ কমান্ডার নূর মোহাম্মদ মিয়া, আবুল হাশেম, শামসুল হক (নোয়াগাও), বদরুল আলম, (পিরোজপুর ইউনিয়ন), আশেক আলী, মালেক, শম্ভু চন্দ্র কর্মকার, ইয়াকুব, মোমেন মিয়া, ফুলুর গ্রুপ (আমিনপুর ইউনিয়ন), রমজান আলী, আলম, আসলাম আরও কয়েকজন মুক্তিযোদ্ধা নিয়ে সন্ধ্যা প্রায় ৭টার দিকে মেনিখালি ব্রিজের সামনে উপস্থিত হয়ে স্ব-স্ব গ্রুপ নিয়ে সিএনবি’র সড়কের খাদে, পাশের জঙ্গলে, সিএনবি’র পশ্চিম পাশের কবরস্থানে, ইটের ভাটায় পজিশন নিয়ে পাকসেনাদের অতর্কিত আক্রমণ করেন। মুক্তিযোদ্ধারা পাকসেনাদের বাঙ্কার লক্ষ্য করে গুলি ছুড়েন। গুলির শব্দে পাকসেনারা এলোপাতাড়ি গুলি করতে থাকে। অনেকক্ষণ গোলাগুলি হয়। মুক্তিযোদ্ধাদের কেউ হতাহত হয়নি। ঘন্টাদেড়েক পর পাকআর্মির গাড়ি ব্রিজের ওপর দিয়ে যাতায়াত শুরু করলে মুক্তিযোদ্ধারা আত্নগোপন করেন এবং ধীর ধীরে ঐ স্থান ত্যাগ করেন।
[১১০] রীতা ভৌমিক

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত