মুজিব ব্যাটারি
সেপ্টেম্বর মাঝামাঝি ‘কে’ ফোর্স কমান্ডার লেফটেন্যন্ট কর্নেল খালেদ মোশাররফ ভারতীয় বাহিনীর কাছ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত ৬টি ৩.৭” প্যাক হাউটজার সংগ্রহ করেন। হেডকোয়ার্টার ৫৭ মাউন্টেন আর্টিলারি ব্রিগেডের ৫৯ মাউন্টেন আর্টিলারি রেজিমেন্ট থেকে এ গানগুলো ইস্যু করা হয়। এই রেজিমেন্টের অধিনায়ক ছিলেন কর্নেল ডি সিলভা। পাকিস্তান থেকে পালিয়ে আসা ক্যাপ্টেন আবদুল আজিজ পাশার অধিনায়কত্ব এই ছয়টি কামান দিয়ে ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদর দপ্তরে ত্রিপুরার কোনবনে ছিল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রথম আর্টিলারি ইউনিট’ ১ ফিল্ড ব্যাটারি আর্টিলারি’ গঠিত হয়। এই আর্টিলারি ব্যাটারিটিকে ‘মুজিব ব্যাটারি’ নামে ডাকা হত। ১ ফিল্ড ব্যাটারি পরবর্তী সময়ে ২ নং সেক্টর এলাকায় ‘কে’ ফোর্স ব্রিগেডের ৪ এবং ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে বিভিন্ন যুদ্ধে কার্যকরী ফায়ার সাপোর্ট প্রদান করে।
রিয়াজ আহমেদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত