মুজুদিয়ার যুদ্ধ, ফরিদপুর
নভেম্বর ফরিদপুরের মুজুরদিয়া খেয়াঘাটে দুই ট্রাক পাকসেনা গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে বোয়ালমারী অভিমুখে রওনা হয়। পূর্বাহ্নেই মুক্তিযোদ্ধারা বাঙ্কার খনন করে অ্যামবুশে ছিল খেয়াঘাটে তখন বাঁশের পুল ছিল, তাঁরা ঐ পুলের উপর উঠতেই মুক্তিযোদ্ধারা আক্রমণ করে। মুক্তিযোদ্ধাদের অতর্কিত আক্রমণে ঘটনাস্থলে পাঁচজন পাকসেনা নিহত হয়। পাকসেনারা পিছু হটে যায়। মুক্তিযোদ্ধাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দীঘলিয়ার মঈন উদ্দিনের নেতৃত্বে ঐ যুদ্ধে অংশ নেনে সম্মিলিতভাবে মুক্তিবাহিনী ও মুজিব বাহিনীর সদস্যরা।
[১৫] আবু সাঈদ খান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত