যোশর বাজারে পাকসেনাদের আক্রমণ, নরসিংদী
পাকবাহিনীর দোসর রাজাকার, আলবদর ও শান্তি কমিটির সদস্যরা অভিনব পদ্ধতিতে যোশর বাজার আক্রমনে পরিকল্পনা করে। পরপর কয়েকবার পাকসেনাদের আক্রমণ ব্যর্থ হওয়ার এই পরিকল্পনা। যোশর বাজারে পাশ দিয়ে প্রবাহিত একটা ছোট নদী আড়িয়াল খাঁ, যেখানে নৌকা চলাচল করতো। ফটিক মাষ্টার এবং আব্দুল মান্নান ভুঁইয়ার মুক্তিযোদ্ধা দল পালাক্রমে রাতে যোশর বাজারে পাহারায় নিয়োজিত থাকতো, যেন হানাদাররা বাজারে ঢুকতে না পারে। বর্ষায় যখন নদী বেশ বড় হয়ে যায় তখন অনেক নৌকা চলে। এমনি একরাতে রাজাকার বাহিনী কয়েকটি নৌকাই করে গোপনে যোশর বাজারে আসে। এ রাতে ফটিক মাস্টারের দলের পাহারা ছিল। যারা ঘাটে পাহারা দিচ্ছিলেন তাদেরকে পাকসেনারা বেঁধে রেখে ভোরে তারা বাজারে আক্রমণ চালায়। মান্নান ভুঁইয়ার দল বাজারের অপর পাশে গভীর জঙ্গলে পালিয়ে আত্মরক্ষা করে। হানাদাররা বাজার পুড়িয়ে ছারখার করে দেয় এবং বিজয়ের পূর্ব পর্যন্ত বাজারে ঘাটি করে থাকে।
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত