You dont have javascript enabled! Please enable it!

ব্রাহ্মণদী অপারেশন, নরসিংদী

এপ্রিল-মে মাসে পাকিস্তানী শাসকগোষ্টী সেনাবাহিনীর সহায়তায় এসএসসি পরীক্ষা অনুষ্টানের ব্যবস্থা করে। পরীক্ষার্থীদের অনেকেই তখন মুক্তিযুদ্ধে। প্রায় সকল পরীক্ষার্থীই এতে অংশগ্রহণে অনিচ্ছুক। কিন্ত পাকবাহিনী তাদের দালালদের সহযোগিতায় পরীক্ষার্থীদের বিবরণ নিয়ে বাড়িঘরে চড়াও হয়ে, ভয়-ভীতি প্রদর্শন করে পরীক্ষায় হাজির করতে চাচ্ছে। সারা বিশ্বকে দেখাতে চাচ্ছে সব কিছু ঠিকঠাক চলছে। আর তাদের সুবিধার জন্য এই অঞ্চলের পরীক্ষা নেয়া হচ্ছে তখন ব্রাহ্মণদী স্কুলে। অতএব সিদ্ধান্ত নেয়া হলো; পরীক্ষা নিতে দেয়া হবে না। পরীক্ষা কেন্দ্র অ্যাটাক করা হবে। মজনু মৃধার নেতৃত্বে দুশ জনের একটি সাহসী দল নরসিংদী শহরের ব্রাহ্মণদী স্কুলে পাঞ্জাবিদের ওপর গেরিলা আক্রমণ চালায়। এতে কয়েকজন পাঞ্জাবী সৈন্য মারাত্মকভাবে আহত হয়। প্রকাশ্যে দিবালোকে এই আক্রমণের ফলে মুক্তিযোদ্ধাদের প্রতি জনসাধারণের আস্থা প্রগাঢ় হয়, পাকসেনাদের মনোবলে ফাটল ধরে এবং ফলে পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় শূন্যের কাছে নেমে আসে।
[১২৭] সিরাজ উদ্দীন সাথী

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!