You dont have javascript enabled! Please enable it!

ব্রিগেড আকারের তিন ফোর্স

উপরোক্ত ১১টি সেক্টর ছাড়াও জেনারেল ওসমানী তিনটি ব্রিগেড আকারের ফোরস গঠন করেছিলেন এবং এগুলির নামকরণ করেছিলেন ফোরস অধিনায়কের নামের প্রথম অক্ষর দিয়ে। ফোরস তিনটির বিবরণ, নিচে সন্নিবেশিত হলঃ ফোরস এর নাম অধিনায়ক দায়িত্বকাল/মন্তব্য-জেড ফোরস মেজর পড়ে লেঃ কর্নেল জিয়াউর রহমান জুলাই-ডিসেম্বর। কে ফোরস (ক) মেজর পড়ে লেঃ কর্নেল খালেদ মোশাররফ সেপ্টেম্বর-ডিসেম্বর (খ) মেজর আবু সালেক চৌধুরী (লেঃ কর্নেল খালেদ মোশাররফ গুরুতর ভাবে আহত হওয়ার পর নভেম্বর হতে অস্থায়ীভাবে অধিনায়ক)। এস ফোরস (গ) মেজর পড়ে লেঃ কর্নেল কে.এম. শফিউল্লাহ সেপ্টেম্বর-ডিসেম্বর। ফোরসরূপে নাম করণের পূর্বেই জেড ফোরস এর বাহিনী ব্রিগেড পর্যায়ে জুন মাসের শেষ দিকে/জুলাই মাসের প্রারম্ভে ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম, তৃতীয় ও অষ্টম ব্যাটালিয়ান দিয়ে একজন অস্থায়ী অধিনায়কের পরিচালনায় প্রথমে গঠিত হয়। পড়ে জেনারেল ওসমানী জুলাই মাসে মেজর জিয়াউর রহমানকে অধিনায়ক নিয়োগ করেন এবং এর নামকরণ করে জেড ফোরস। জেনারেল ওসমানী ‘কে’ ফোরস এবং ‘এস’ ফোরস গঠনের সিদ্ধান্তও প্রথম থেকেই নিয়েছিলেন। কিন্ত অস্ত্র ও যাবতীয় সরঞ্জাম পেতে বিলম্ব হওয়ায় ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের ৯ম ১০ম ও ১১তম ব্যাটালিয়ান গঠনও বিলম্বিত হয়েছিল।

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!