বোয়ালিয়া অপারেশন-১ চাঁপাইনবাবগঞ্জ
৮ সেপ্টেম্বর ভোর প্রায় ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে মোহদীপুর সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নেতৃত্বাধীন ৩০/৩৫ জনের মুক্তিবাহিনীর একটি দল চাঁপাই নবাবগঞ্জ বোয়ালিয়া বাজারে পাক হানাদার বাহিনীর বাঙ্কার আক্রমণ করেন। আকস্মিক হামলা চালিয়ে মুক্তিবাহিনী পাক বাঙ্কার চার্জ করে। এই হামলায় ৮/১০ জন হানাদার বাহিনী মারা যায়। রণ প্রস্তুতি না থাকায় মুক্তিবাহিনীর আকস্মিক হামলায় অপ্রস্তুত সন্ত্রস্ত পাকিফৌজ এক পর্যায়ে পিছু হটে নৌকা যোগে নদী পার হয়ে রহনপুরে পলায়ন করে। প্রাণ রক্ষার তাগিদে আতঙ্কগ্রস্ত বেশ কিছু পাকিফৌজ নদীতে ঝাঁপিয়ে পড়ে সাতরিয়ে পালাবার চেষ্টাকালে পানিতে ডুবে মারা যায়। সফল অপারেশন শেষে মুক্তিবাহিনী সকাল ১১টার দিকে কাশিয়াবাড়ী ডিফেন্সে ফিরে আসে। বিকেলে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মোহদীপুরের উদ্দেশ্যে রওয়ানা হন। এই অপারেশনে অংশগ্রহণ করেন দলদলী কম্পানি কমান্ডার লেঃ রফিকুল ইসলাম এবং ট্রুপস কমান্ডাররা হচ্ছেন- ইপিআর সুবাদার গফুর মন্ডল, ইপিআর সুবাদার মীর মোকাদ্দেশ, আনসার পিসি রাজা মিয়া ও আর্মি সুবাদার কুতুবউদ্দিন।
[৫৭৪] মোহাম্মদ রবিউল ইসলাম
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত