You dont have javascript enabled! Please enable it! 1971.07.13 | বোররচর যুদ্ধ, ময়মনসিংহ - সংগ্রামের নোটবুক

বোররচর যুদ্ধ, ময়মনসিংহ

ময়মনসিংহ জেলার কোতয়ালী থানায় অবস্থিত একটি গ্রামের নাম বোররচর। ময়মনসিংহ শহর থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তর পশ্চিমে ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী এই গ্রামটি নিচু এলাকায় অবস্থিত। যোগাযোগ ব্যবস্থা অনুন্নত থাকার ফলে এই স্থানটি মুক্তিবাহিনীর জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হয় এবং জুন মাস থেকে বোররচর গ্রামটি মুক্তিবাহিনীর ঘাঁটিতে পরিণত হয়।
দালাল এবং রাজাকারদের মাধ্যমে বোররচর গ্রামে মুক্তিবাহিনীর এই অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে ১৩ জুলাই পাকবাহিনী নদী পথে গান বোট যগে বোররচর গ্রাম আক্রমণ করে। মুক্তিবাহিনী পাকবাহিনীর উপর পাল্টা আক্রমণ চালায়। সকাল ১০টা থেকে তিন ঘন্টা স্থায়ী এই যুদ্ধে পাক আক্রমণের মুখে টিকতে না পেরে মুক্তিবাহিনী নিরাপদে অবস্থান ত্যাগ করে।
এই যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা হলেন-রফিক, মতিউল ইসলাম বেগ, ডা. বাবর আলী, রফিকুল ইসলাম, সৈয়দ আলী, নূরুল ইসলাম, মজুরুল হক তোতা, নজরুল ইসলাম, আহাম্মদ আলী, আয়ুব আলী, আমির হোসেন, আবদুল গফুর, আকতার আলী, আনিছুর রহমান প্রমুখ।
[৫৯৫] ফিরোজ খায়রুদ্দিন

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত