বোয়াইল গ্রামে প্রতিরোধ, ঢাকা
বোয়াইল গ্রামটি সাভার থানা হেডকোয়ার্টার থেকে পশ্চিমে এবং ঢাকা আরিচা মহাসড়ক যেখানে ধামরাই থানা অতিক্রম ক্রেছে সেখান থেকে দক্ষিণে একটি প্রত্যন্ত গ্রাম। এই গ্রামে ছিল মুক্তিযোদ্ধাদের এক নিরাপদ আস্তানা। সাভার আম্বতলের মুক্তিযোদ্ধারা ঢাকা আরিচার মহাসড়কে পাকবাহিনীর টহলরত গাড়ির উপর হামলা চালিয়ে এই বোয়াইল গ্রামের নিরাপদ ঘাঁটিতে আশ্রয় নিত। দালালাদের মাধ্যমে খবর পেয়ে ১৯৭১ সালের ৬ অক্টোবর পুলিশ ও রাজাকারসহ ১৫০ জন পাকসেনা বোয়াইল গ্রামে মুক্তিযোদ্ধাদের অবস্থানে আক্রমণ করে এবং উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি আরম্ভ হয়। এতে শক্রপক্ষের ১৬ জন মারা যায় এবং আরও অনেকে আহত হয়। এর ফলে পাকসেনারা পিছু হটে যায় এবং মুক্তিযোদ্ধারা গোপনে অন্য জায়গায় অন্য জায়গায় সরে যায়।
[৫৯৪] তানজিলা তওহিদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত