বেগমগঞ্জের শেষে যুদ্ধ, নোয়াখালী
বেগমগঞ্জ তথ্যা বৃহত্ত্র নোয়াখালির দক্ষিণ ও পশ্চিমাঞ্চল ৪ ডিসেম্বর মুক্ত হলেও সোনাইমুড়ি মুক্ত হয় ৬ ডিসেম্বর। ৫ডিসেম্বর পাকিস্থানী বাহিনী নোয়াখালী থেকে পালিয়ে গেলেও রাজাকার বাহিনী তাদের প্রভুদের পলায়ন অনুধাবন করতে পারে নি। তাই অন্যান্য এলাকা থেকে পালিয়ে আসা রাজাকার বাহিনী সোনাইমুড়িতে জড়ো হয়। একটানা দুই দিন যুদ্ধ করে মুক্তিযোদ্ধারা রাজাকারদের আন্তসমর্পণ করতে বাধ্য করে। এ যুদ্ধে ১৪জন রাজাকার নিহত হয়। মুক্তিযোদ্ধা হামিদ ও নুর মোহাম্মদ শহীদ হন। এই যুদ্ধ পরিচালনা করেন সুবেদার লুতফুর রহমান ও রুহুল আমিন ভুঁইয়া।
[৭] মোঃ জাহাঙ্গীর হোসেন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত