বেঙ্গুরা ব্রিজে অপারেশন, চট্টগ্রাম
বেঙ্গুরা ব্রিজটি চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ সেতু। পাকসেনা ,রাজাকার ও পুলিশের তৎপরতা নিয়ন্ত্রণ ও যাতায়াত সীমিত করতে মুক্তিযোদ্ধারা এ ব্রিজে অপারেশন পরিকল্পনা গ্রহন করেন। এ লক্ষ্যে ক্যাপ্টেন করিম এর নির্দেশে তার গ্রপের কয়েকজন সহযোদ্ধা ছদ্মবেশে ওই ব্রিজের অবস্থান, টহলরত শত্রুর সংখ্যা, যাত্রাপথ, ব্রিজের ধরন প্রভৃতি বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। এরপর অপারেশনের দিন বোয়ালখালির হুলাইন গ্রামের একটি গোপন আশ্রয়কেন্দ্র থেকে ক্যাপ্টেন করিম এর নির্দেশে অতর্কিতে শত্রুর উপর আক্রমণ চালায়। অপ্রত্যাশিত এ আক্রমণে মুক্তিযোদ্ধাদের কোনো প্রকার বাধা দিতে অসমর্থ হয়ে হতচকিত ও ভীত শত্রুর দল অস্ত্র ফেলে বেঙ্গুরা খালের মধ্যে ঝাঁপিয়ে পরে। মুক্তিযোদ্ধাদের এলোপাথাড়ি গুলিতে ঘটনাস্থলে ৩/৪ জন শত্রু মারা যায়। তবে মুক্তিযোদ্ধারা ব্রিজ উরিয়ে দেয়ার মূল পরিকল্পনা বাস্তবায়নে বের্থ হয়। কারণ গোলাগুলির আওয়াজে তাদের অবস্থানের গোপনীয়তা ভঙ্গ হওয়াতে কাজটি নিরাপদ নয় বলে তৎক্ষণাৎ সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। এই অপারেশনে কয়েক জন শত্রু হত্যা ও কয়েকটি অস্ত্র হস্তগত হওয়ার মাধ্যমে শত্রুদের মনস্তাত্ত্বিক সংকট ও ভীতিসঞ্চারে মুক্তিযোদ্ধারা সফল হয়েছিল।
[৫৯৭] কে . এম . আহসান কবির
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত