বুল্লাবাজার অপারেশন, হবিগঞ্জ
বোল্লা হবিগঞ্জ জেলার সদর থেকে ৬/৭ কিলোমিটার পশ্চিম দিকে অবস্থিত।বুল্লা একটি প্রশিদ্ধ এবং পুরাতন বাজার।হবিগঞ্জ থেকে সড়ক পথে(কাঁচা রাস্থা) লাখাই এক্সেতে হয়ে বুল্লা বাজার হয়েই যেতে হয়। এই এলাকার বুল্লা বাজার রাজাকার ক্যাম্প থেকেই সকল ধরনের অপকর্ম করা হত। নভেম্বরের ২৮ তারিখ ইলিয়াস কামাল ৫২জন মুক্তিযোদ্ধাসহ সাহেব আলীর গাইডে শাহজিবাজার হয়ে বুল্লাবাজারে আসেন।পথে শাহজিবাজার বিদ্যুৎ উন্নয়ন রেস্ট হাউজ আক্রমণ করলে পাকিস্থানী দু জন সৈন্য পালিয়ে শায়েস্তাওগঞ্জ চলে যায়। মুক্তিযোদ্ধারা বুল্লা বাজারে রাজাকার ক্যাম্প আক্রমণ করে ৮জন রাজাকারকে ধরে তৎক্ষণাৎ হত্যা করে।
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত