You dont have javascript enabled! Please enable it! 1971.04.02 | বিক্রমপুরে প্রথম প্রতিরোধ, মুন্সিগঞ্জ - সংগ্রামের নোটবুক

বিক্রমপুরে প্রথম প্রতিরোধ, মুন্সিগঞ্জ

ঢাকার সন্নিকটে মুন্সিগঞ্জের অবস্থান হওয়ায় পাকিস্থানী সৈন্যরা যেকোন দিন মুন্সিগঞ্জে চলে আসতে পারে এই আশঙ্কায় মুন্সিগঞ্জ ট্রেজারি থেকে লুন্টনকৃত রাইফেল নিয়ে ছাত্রুরা নারায়নগঞ্জে যাত্রা করেন। নদীপথে টহল জোরদার করা হয়। ধলেশ্বরী নদীর চরে বাঙ্কার তোইরী করে রাইফেল নিয়ে ছাত্রমুক্তিযোদ্ধারা পজিশন নেয়। নারায়ায়নগঞ্জের দিকে পাকিস্থানি সৈন্যরা আসছে খবর পেয়ে মুক্তিসেনারা নারায়ণগঞ্জ ভ্রমন করে এবং চাষাড়ার সন্নিকটে ঢাকা থেকে আগমনরত পাকিস্থানি সৈন্যদএর সাথে প্রত্যক্ষ যুদ্ধে লিপ্ত হয়।দেশের স্বাধীনতার জন্য অপরিপক্ষ হাতে ২ এপ্রিল , ১৯৭১ বিক্রমপুরের সংরামী জনতার এটাই প্রথম যুদ্ধ। পাকিস্থানী সৈন্যদের আক্রমণের মুখে ছাত্র মুক্তিসেনারা বেশিক্ষন টিকে থাকতে পারেনি। তাঁরা পিছ হেতে মুন্সিগঞ্জে পাকবাহিনীর সম্ভাব্য আক্রমণ প্রতিহত করার প্রস্তুতি নিতে সচেষ্ট হয়।তারা নানা ভাবে উপায় উদ্ভাবন করে পাকিস্থানিদের মুন্সিগঞ্জ মহকোমায় প্রবেশের মুখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
[৮৮] মোঃ জয়নাল আবেদিন

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত