বিচ্ছু
‘বিচ্ছু’-বলা হত মুক্তিবাহিনী সদস্যদের। এরা সবাই ছিলেন মূলত গেরিলা যুদ্ধা। বাঙালি সমাজের সাধারণ স্থর থেকে উঠে আসা দেশ প্রেমিক তরুন। এরা এতই কৌশল আর সাহসের অধীকারি ছিলেন যে,এদের ক্রমাগত আক্রমনে পাকিস্থানি সৈন্যরা নাস্তানাবুদ হয়ে উঠেছিল এরা বিচ্ছু নামে পরিচিত হয়েছিল। কারন প্রতিমুহুরতে এরা বিচ্ছুর মত দংশন করত হাদার সৈন্য ও তাদের এদেশীয় দালালদের। এদের পালাক্রমিক আক্রমণে অসংখ্য হানাদার সৈন্য ও তাদের অনুচররা মৃত্যু বরণ করেছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকেও এই বিচ্ছিদের সাহসীকতার স্বীকৃতি দেয়া হয়েছিল।
হারুন হাবিব
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত