বিজয়পুর অ্যাম্বুশ, কুমিল্লা
জুন মাসের মাঝামাঝি সময়ে লেঃ মাহবুব চতুর্থ বেঙ্গলের বি কোম্পানি থেকে একটি দল পাকসেনাদের যাতায়াদের রাস্থা ধ্বংস করার জন্য কুমিল্লার দক্ষিনে প্রেরণ করেন। এ দলটি ১৮ জুন সন্ধ্যা ৬টায় কুমিল্লা থেকে লাকশামের বিজয়পুর রেলওয়ে ব্রিজ,কুমিল্লা থেকে বাঘমারা সেতু উড়িয়ে দেয়।এই সেতু গুল ধ্বংসের ফলে কুমিল্লার দক্ষিনে সড়ক ও রেলওয়ে যাতায়াত বন্ধ হয়ে যায়। এদিন এই দলটি বিজয়পুর এবং মিয়ার বাজারের কাছে কয়েকটি ইলেক্ট্রিক পাইল উড়িয়ে কাপ্তাই থেকে ঢাকা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। পাকসেনাদের একটি প্লাটুন সন্ধ্যার সময় চৌয়ারার কাছে পেট্রোলিং এ আসে।মুক্তিযোদ্ধারা পাকসেনার দলটিকে আম্বুশ করলে দুইজন পাকসেনা নিহত হয়। পাকসেনারা পরে পার্শ্ববর্তী গ্রামগুলি জ্বালিয়ে দেয় এবং অত্যাচার চালায়।
[১৮] আবুল কাশেম হৃদয়
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত