You dont have javascript enabled! Please enable it!

বিবেকানন্দ এলাকায় রাজাকার ক্যাম্প আক্রমন, টাঙ্গাইল

টাইঙ্গাইল শহরের সন্নিকটে বিবেকানন্দ নামক স্থানটি হিন্দু অধ্যুষিত এলাকা। উক্ত এলাকায় রাজাকাররা স্থানীয় জনসাধারনের উপর নির্যাতন চালাত এবং হাস মুরগি,গরু ছাগল ইত্যাদি লুত করে তাদের ক্যাম্পে নিয়ে আনন্দ ফুর্তি করত। রাত নেমে আসলেই চলতো নারী নির্যাতন।
কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধারা রাজাকারদের শাস্তি প্রদানের লক্ষ্যে ২৫ সেপ্টেমবর তাদের ক্যাম্পে আক্রমণ করে ৭জন রাজাকারকে আহত করতে সক্ষম হয়।উক্ত আক্রমণের পর স্থানীয় বাসিন্দারা অনেকটা নিরাপদ দিনতিপাত করে। এ আক্রমণের মুক্তিযোদ্ধা আইয়ুব,আফছার,জলিল,গফু ওঁ কাশেম অংগ্রহন করেন।
[৫৯৫] ফিরোজ খায়রুদ্দিন

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!