বিয়ানীবাজার থানা আক্রমন, সিলেট
সিলেটের সীমান্তবর্তী থানা বিয়ানীবাজার,এর অবস্থান চরখাই থেকে ১২ কিলো দক্ষিনে,জকিগঞ্জ থেকে ২২ কি মি পশ্চিমে।জুনের মাঝামাঝি অন্ধকার রাতে ১২ জন মুক্তিযোদ্ধা বাড়ুদা গ্রাম থেকে নৌকা নিয়ে নয়াগ্রাম পৌছে। লক্ষ্য তাদের বিয়ানীবাজার থানা আক্রমন,নেতৃত্বে ছিলেন মুক্তিযোদ্ধা জমির উদ্দিন। নয়াগ্রাম থেকে তাঁরা ধীরে ধীরে বাজারে চলে আসে এবং ৩ ভাগে বিভক্ত হয়ে অবস্থান নেউ যথাক্রমে পশু হাসপাতাল থেকে একটি গুলি ছহোড়া হয়। প্রতিউত্তরে থানা থেকে এক ঝাকগুলি বর্ষণ করা হয়। শত্রুদের প্রচন্ড আক্রমণে এক সময় মুক্তিযোদ্ধা খুলিলুর রহমান,আসাদ উদ্দিন ছত্রভঙ্গ হয়ে পড়েন।এবং আসাদ পথ হারিয়ে ফেলেন।এভাবে সুষ্টু পরিকল্পনা ওঁ অভিজ্ঞতার অভাবে অপারেশন সফল হয়নি।
[৫৫] নিবেদিতা দত্ত
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত