You dont have javascript enabled! Please enable it! 1971.09.03 | বালিয়াদীঘির অভিযান, বগুড়া - সংগ্রামের নোটবুক

বালিয়াদীঘির অভিযান, বগুড়া

বালিয়াদীঘি বগুড়া জেলায় অবস্থিত।বালিয়য়াদীঘি এলাক ছিল মুক্তিবাহিনীর একটি নিরাপদ আশ্রয়।তাই পাকবাহিনীর সন্দেহের উদ্রেক হয় এবং মুক্তিযোদ্ধের সন্দেহের নিকটস্থল তরুনীর হাট আগমন করত।মুক্তিযোদ্ধেবর ব্যাপারটি লক্ষ্য করে অ্যাযম্বুশ পেতে তাদের ধ্বংস করার পরিকল্পনা করে। ১৯৭১সালের ৩ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধারা কালামপুরস্থিত তাদের অস্থায়ী ক্যাম্প থেকে ছোট ছোট দলে ভাগ হয়ে তরুনীরখালের পূর্বপাশ্বে অবস্থান নেয়।
বেলা আনুমানিক ১১টার সময় ৩০/৪০জন পাক সেনারা ৪টি টন ট্রাক এবং একটি জিপে করে তরুনীর হাটে প্রবেশ করতে মুক্তিযোদ্ধারা গুলিবর্ষণ করে।মুক্তিযোদ্ধাদের গুলির মুখে পাকসেনারা আর অগসর হতে না পেরে পাশ্ববর্তী গ্রামে আগুন লাগিয়ে পিছু হঠতে বাধ্য হয়।এ অভিযানে কোন হতাহতে সংবাদ পাওয়া যায়নি।
{৫৯৭} চাদঁ সুলতানা কাওসার

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত