You dont have javascript enabled! Please enable it! 1971.08.26 | বালিরটেক অভিযান, মানিকগঞ্জ - সংগ্রামের নোটবুক

বালিরটেক অভিযান, মানিকগঞ্জ

মানিকগঞ্জ সদর থানায় বালিরটেক অবস্থিত।পাকিস্থানী সেনারা এই বালিওটেকের খাদ্যগুদাম পাহারা দিত।তাই বালিরটেকের খাদ্যগুদাম লুট করার জন্য ১৯৭১ সালের ২৬ আগস্ট মুক্তিযোদ্ধা আবদুল হাকিল এর নেতৃত্ব বালিরটেকে একটকি অভিযান পরিচালিত হয়।এভিযানের আব্দুল হাকিম,মোক্তার খান ছাড়া জিন্নাত আলী,বরকত আলী,কোরবান আলী খান,ফজলুর রহমান খান সহন ৩০/৩৫ জন মুক্তিযোদ্ধা অংশগ্রহন করে।এই অভিযানের প্রতিশোধ নিতে বালিরটেক খাদ্যগোদামে পাহারারত পাকসেনারা মানিকগঞ্জের বিশিষ্ট শিল্পপতি মুন্নুকে ধরে নিয়ে যায় এবং তাঁকে আটকে রাখে।দুমাস পরে শিবালয় অভিযানে তাঁকে উদ্ধার করা হয়
[৫৯৪] তানজিলা তাওহিদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত