বারদী অপারেশন, নারায়নগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁ বারদী বাজারের দক্ষিণ পূর্ব কোনে মেঘনা নদীতে এই অপারেশন হয় পাক আর্মিরা বারদি বাজার থেকে গানবোতে চড়ে মেঘনা নদীর ওপর দিয়ে ভৈরব,আশুগঞ্জ,বৈদ্যের বাজার যাতায়াত করে। এই সংবাদটা মুক্তিযোদ্ধারা জানতে পেরে ঢাকা ও নারায়ণগঞ্জীর মুক্তিযোদ্ধারা একত্রিতভাবে ভাগ হয়ে মেঘনা নদী পার ঘেরাও করে পজিশন নেন। পাকআর্মিদের সাথে মুক্তিযোদ্ধাদের গোলাগুলি হয়। ২/৪ জন পাকআর্মির মারা যায়।পাকআর্মিরা সম্মান্দি গ্রামের কয়েকটি বাড়ি পুড়িয়ে দেয়। পাকআর্মির গুলিতে ফজলুল হক নামে এক যুবক মারা যান।
[১১০] রীতা ভৌমিক
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত