You dont have javascript enabled! Please enable it!

বায়নলিপুরের যুদ্ধ, মানিকগঞ্জ

বায়ানলিপুরের যুদ্ধ,মানুকগঞ্জ জেলার সাটুরিয়া থানায় অবস্থিত। ১৯৭১ সালের নভেম্বর মাসের দ্বিতীয় সাপ্তাহে এই বায়ানলিখিপুরে পাকসেনাদের সাথে মুক্তিযোদ্ধাদের এক যুদ্ধ সংগঠিত হয়।এ সময় মুক্তিযোদ্ধারা মানগঞ্জের পুনাইল তালুকদার এলাকায় ক্যাপ করে অবস্থান করছিল।মুক্তিযোদ্ধারা সংবাদ পান যে, টাঙ্গাইল ধাওয়া খেয়ে একদল পাকসেনা বায়নলিপুরে একটি বাড়িতে আশ্রয় নিয়েচজে।এই খবর পাওয়ার পর মুক্তিযোদ্ধারা ঐ বাড়িটিকে চারিদিক থেকে ঘেরাও করে গুলিবর্ষণ শুরু করেন।দুই পক্ষের মধ্যে প্রায় আড়াই ঘন্টা যুদ্ধ চলে। এ যুদ্ধে তিনজন পাকসেনা আত্নসমর্পণ করে এবং দুইজন পাকসেনাকে দূব্যবহারের জন্য গুলি করে হত্যা করা হয়।এই যুদ্ধে স্থানীয় একজন নিহত এবনগ মুক্তিযোদ্ধা শাজাহান আহত হয়।বায়ানলিপুর যুদ্ধে নেতৃত্ব দেন ও পরিচালনা করেন মুক্তিযোদ্ধা মনজুর আহম্মেদ।
[৫৯৪] তানজিলা তওহিদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!