You dont have javascript enabled! Please enable it!

বায়রা গ্রামের অ্যাম্বুশ, মানিকগঞ্জ

বায়রা,মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানাধীন ধলেস্বরী নদ্রী তীরের একটি গ্রাম অক্টবর ,আসের প্রথম সাপ্তাহে বায়রা গ্রামে মুক্তিবাহিনীর সাথে হানাদার বাহিনীর এক ভয়াবহ যুদ্ধ হউ।মুক্তিবাহিনী খবর পায় যে,পাকসেনাদের একটি দল খাদ্য সামগ্রী আনার জন্য সিঙ্গাইর থেকে মানিকগঞ্জ গেছে। তাই মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীকে মানিকগঞ্জ থেকে ফিরে আসার পথে আক্রমণ করার সিদ্ধান্ত নেন। বিকাল ৩টার সময় পাকসেনারা মানিকগঞ্জ থেকে নৌকাযোগে বায়রা গ্রামের কাছে পৌছলে মুক্তিবাহিনী একযোগে ধলেশ্বরী নদীর উভয় তীর থেকে তাদের আকরমন করেন। অতর্কিত হামলায় ঘটনাস্থলেউ ১৫ জন পাকসেনা নিহত হয় ব। বাকি যারা জীবিত ছিল তাদেরকেও হত্যা করা হয়।এ যুদ্ধে মাত্র একজন মুক্তিযোদ্ধা আহত হন। বায়রার যুদ্ধে আজহারুল ইসলাম আরজু, আব্দুল হক,মানানা,আলী হোসেন,মিজারুন রহমান,হযরত প্রমুখ মুতকিযোদ্ধারা অংশ নিয়েছিলেন।
[৫৯৪] তানজিলা তওহিদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!