You dont have javascript enabled! Please enable it!

বান্নিখোলা অ্যাম্বুশ, গাজিপুর

গাজীপুর জেলার উত্তর-পূরবে অবস্থিত কাপাসিয়া থানা থেকে লাখিয়া নদী ফেরিতে পার হয়ে সড়কপথে দেড় কিলোমিটারের মত গেলেই পড়ে বান্নিখোলা।এই রাস্থা টি চলে গেছে মনোহরদীর দিকে। মুক্তিবাহিনী খবর পায় যে ১১ অক্টবর (১৯৭১ সাল) পাকসেনাদের একটি দল উক্ত রাস্থা দিয়ে বান্নিখোলা হয়ে উত্তর দিকে যাবে।মুক্তিবাহিনী পাকবাহিনীর এ ফুট কলামের ওপর আম্বুশের সিদ্ধান্ত নেয়।সিদ্ধান্ত অনুযায়ী রাস্তার পূর্ব পাশে স্থানীয় তফি মোক্তারের বাড়ির কাছে অবস্থান নেয়। কিন্তু পাকবাহিনীর দলটি মুক্তিবাহিনীর ধারণা অনুযায়ী সামনের রাস্থায় না এসে আরও পূর্ব দিক দিয়ে অর্থাৎ আম্বুশ দলের পিছন দিয়ে যাচ্ছিল।হটাৎ পিছন থেকে মুক্তিযোদ্ধাদের দেখতে পেয়ে পাকসেনারা গুলি করলে তৎক্ষণাৎ একজন মুক্তিযোদ্ধা শহীদ হন।পরে বাড়ির ভেতর তল্লাশি করে আরও দু জনকে গুলি করে হত্যা করা হয়। এরা হলেন-শহীদ সাজ্জাদ,শহীদ গিয়াস এবং শহীদ আউয়াল।
[৫৯৪] তানজিলা তওহিদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!