বাবনী রাজাকার ক্যাম্প আক্রমন, নোয়াখালী
নোয়াখালীর চাপরাশি হাট থেকে অল্প কিছু দূরে বাবনী এলাকায় রাজাকার ক্যাম্পে প্রায় ৪০/৫০ জন রাজাকার আছে বলে মুক্তিযোদ্ধারা জানতে পারেন।দু দিক থেকে বাবনী রাজাকার ক্যাম্প আক্রমণ করা হয়।এইযুদ্ধের পরিকল্পনা নেয়া হয় আদরে বল্লাদীঘির পাড়ে। এক দিকে ডি জোনের কামান্ডার সুবেদার শামছুল হকের নেতৃত্বে ৩০ জন মুক্তিযোদ্ধা রাজাকারদের আক্রমণ করেন। অন্যদিকে কোম্পানীগঞ্জের আব্দুল রাজ্জাকের নেতৃত্ব কেফায়েতউল্লাহ,আবু নাসের, মোস্তফা মিয়া,শহীদউল্লাহ, নুরুল হুদা, আব্দুল কাসেম প্রমুখ চাপরাশির হাটের দিক থেকে বাবনী ক্যাম্প আক্রমণ করেন। এই যদ্ধে রাত ১ টা থেকে সাড়ে চারটা পর্যন্ত চলে।এই যুদ্ধে তিনজন রাজাকার মারা যায় এবং মুক্তিযোদ্ধাদের পক্ষে আব্দুর রাজ্জাক আহত হয়।
[৪৪] জোবাইদা নাসরী
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত