You dont have javascript enabled! Please enable it!

বাগুয়ানের যুদ্ধ-৪,মেহেরপুর

১৯৭১ সালের আগস্ট মাসের প্রথম সাপ্তাহে মুক্তিযোদ্ধা বশির আঝমদের নেতৃত্বে বাগুয়ান এলাকায় আরেকতি অপারেশন পরিচালিত হয়। পাকসেনারা রসদ নিয়ে নাটুদার উদ্দেশ্যে রওয়া হয়েছে এমনই সংবাদের ভিত্তিতে বশির আহমদ ৪ জন ইপিআর সৈনিক ওঁ ১৬জন মুক্তিযোদ্ধা নিয়ে ওইদিন বাগুয়ান এলাকার রাস্থার দক্ষিণ পাশে বড় ঘাস এবং গাছের আড়ালে ফাদ পেতে অবস্থান করেন। শত্রু যথারীতি এই লাকায় এসে পৌছালে ফাদের মাধ্যমে পাকসেনাদের ১৬-১৭ জনকে হত্যা করা হয়। এ অপারেশনে মুক্তিবাহিনীর ৮ জন বীরযোদ্ধা একরাম হোসেন,নুরুল ইসলাম সহ আরোও দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। শহীদ তিন জনের লাশ ঘরের মধ্যে থাকা অবস্থাতেই ঘরে আগুন জালিয়ে দেয়। এ ঘটনার শিকার তিনজন সাধারণ গ্রামবাসীও শহীদ হয়। শহীদের অগ্নিদগ্ধ লাশ একদিন পর মুক্তিযুদ্ধারা উদ্ধার করে এনে কাজীপুর সীমান্ত এলাকায় সমাহিত করে। আগস্ট মাসের ১৭ তারিখে বল্লভপুরের মুক্তিযুদ্ধা চিত্ত মল্লিক নাটুদা ক্যাম্পের কাছে পাক সেনাদের হাতে ধরা পড়ে এবং অমানুষিক নির্যাতনে শহীদ হয়।
[১০৩] রফিকুর রশীদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!