You dont have javascript enabled! Please enable it! 1971.06.10 | বাড়ই পাড়া রেললাইন অপারেশন, চট্টগ্রাম - সংগ্রামের নোটবুক

বাড়ই পাড়া রেললাইন অপারেশন, চট্টগ্রাম

বাড়ই পাড়া,বাধেয়াঢালা রেল স্টেশনের দক্ষিণে অবস্থিত। বাড়ই পাড়া সংলগ্ন রেললাইনটি ছিল ঢাকা-চট্টগ্রাম রেললাইনের একটি অংশ। ১০ জুন রাতে কমান্ডার মাহফুজুর রহমানের নেতৃত্বে কমান্ডার খুরশিদ আলম , নাসির আহমেদ ভূঁইয়া,শহীদ আবদুল জলিল ভূঁইয়া রেললাইনের নিচে একটি এ্যান্টি ট্যাংক মাইন স্থাপন করেন। রাত তখন ১টা বাজে। এরপর তাঁরা দারোগা হাটের দক্ষিণ দিকে বিলের পাশে অবস্থান নেন। রাত ৩টার পর একটি ট্রেন চলে গেল অথচ মাইন বিস্ফোরিত হয়নি। অতঃপর স্থান পরিবতন করে মাইনটি নতুন করে স্থাপন করা হয়। পরে খবর পাওয়া যায় যে , মাইনটি সকাল টার দিকে ( ১২ জুন ) বিস্ফোরিত হয় ও ৩টি বগি লাইনচ্যুত হয়। এতে ২জন পাক সেনা নিহত হয় ও কয়েকজন আহত হয়। এই যুদ্ধে পাকবাহিনী বুঝতে পারে যে , ক্রমেই মুক্তিবাহিনী শক্তিশালী হয়ে উঠছে। এ যুদ্ধে মুক্তিবাহিনীর মনোবল ও বৃদ্ধি পায়।

[৫৯৭] কে . এম . আহসান কবীর

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত