বাড়ব কুণ্ডে রাজাকার উচ্ছেদ অভিযান, সীতাকুন্ড
বাড়ব কুণ্ড বাজার থেকে ২০০ গজ দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম ট্র্যংক রোডের পূর্বপাশে বাড়ব কুণ্ড হাই স্কুল অবস্থিত। এই স্কুলে রাজাকারদের ক্যাম্প ছিল। মুক্তিযুদ্ধেরা এই ক্যাম্প অভিযানের সিদ্ধান্ত নেয়। ইপিআর হাবিলদার মোঃ খালেকের নেতৃত্বে দিলীপ রায় , মিন্টু , মধুসূদন এবং আরো কয়েকজন মুক্তিযোদ্ধা এই অপারেশন করেন। সময়টা ছিল অক্টোবরের প্রথম সপ্তাহ। সোর্স নূরুল আলমের নিকট থেকে সংবাদ পাওয়া যায় যে , রাজাকাররা চায়ের দোকানে বসে গল্প করছে।নূরুল পরিকল্পনা অনুযায়ী আলম বাজারে গিয়ে তার ছাতা তুলে উওর দিকে কাত করে সংকেত দেন যে রাজাকাররা আছে। কমান্ডার খালেক নিশ্চিত হয়ে সহযোদ্ধাদের নিয়ে চায়ের দোকানের ১০০ গজ দূরে পুকুরের পাড়ে অবস্থান নেন। এরপর রাজাকারদের উদ্দেশে গুলি চালানো হয়। শেষ পর্যন্ত রাজাকাররা না পেরে পাশের মকবুলুর রহমান জুট মিলের ভেতের চলে যায়। এরপর থেকে এ এলাকায় রাজাকাররা নিবিঘ্নে চলাচল করতে পারেনি।
[৫৯৭] কে . এম . আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত