You dont have javascript enabled! Please enable it! 1971.12.09 | বাউশার যুদ্ধ, মুন্সিগঞ্জ - সংগ্রামের নোটবুক

বাউশার যুদ্ধ, মুন্সিগঞ্জ

মেঘনা নদী দ্বারা বিচ্চিন্ন মুন্সিগঞ্জ জেলার পূর্ব প্রান্তে অবস্থিত গজারিয়া থানা ১৯৭১-এর ৯ মে এবং ৬ ডিসেম্বর পাক সেনাবাহিনী এই থানার বেশ কয়েকটি গ্রামে হামলা করে নির্বিচারে অগ্নিসংযোগ ও নিরীহ নিরপরাধ গ্রামবাসীকে হত্যা করে। একইদিনে তারা ৩৬০ জন লোককে হত্যা করে। গজারিয়া থানার এই হত্যাকান্ড গ্রামবাসী ও মুক্তিযোদ্ধাদের প্রতিশোধ নিতে বদ্ধপরিকর করে তোলে এবং তারা সুযোগের অপেক্ষায় থাকে। এই থানার মুক্তিযুদ্ধা কামান্ডার নজরুল এবং তাঁর অন্যান্য সহযোদ্ধাদের নিয়ে ডিসেম্বর মাসের ৯ তারিখে পাক সেনাদের বাঙ্কারে আক্রমণের মাধ্যমে যুদ্ধে লিপ্ত হয়। উভয় পক্ষে প্রচুর গুলি বিনিময় হয়, যুদ্ধে পাক বাহিনী পরাজয় বরণ করে। এই যুদ্ধে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা কামান্ডার নজরুল শহীদ হন।তাঁকে মেঘনা নদীর পাড়ে ফেরিঘাটে সমাধিস্থ করা হয়। বাউশিয়ার এ যুদ্ধে গ্রামবাসীর সহযোগিতা ছিলো অতুলনীয়। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তারা মুক্তিযোদ্ধাদের মুখে সিদ্ধ ডিম,দুধ ও অন্যান্য খাবার তুলে দিয়েছিলো।
[৮৮] হাসিনা আহমদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত