বাংলাদেশ টেক্সটাইল মিলে অপারেশন, নারায়নগঞ্জ
নভেম্বর মাসে নারায়ণগঞ্জের বন্দর থানার ধামগড় ইউনিয়নে বাংলাদেশ টেক্সটাইল মিল গ্রুপ কামান্ডার আব্দুর রশীদের নেতৃত্বে অপারেশন হয়।টেক্সটাইল মিলে গ্রুপ কামান্ডার আব্দুর রশীদের নেতৃত্ব অপারেশন হয়। টেক্সটাইল মিলের পশ্চিম পার্শ্বে শীতলক্ষ্যা নদী ও রেল লাইনের রাস্থা। পাক আর্মি যাতায়াতের মাধ্যম হিসেবে নদী ও রেলপথকেই বেছে নেয়।মুক্তিযোদ্ধারা নদী পথে ব্যারিকেড সৃষ্টি করে যাতে নদী পথে কোনো পাকসেনা এলাকায় ঢুকতে না পারে এবং টেক্সটাইল মিলের পাক আর্মিদের চতুর্দিক ঘিরে আক্রমন করে। এতে দু’জন পাক আর্মি বেঁচে যায়।মুক্তিযোদ্ধারা ১৭জন পাকসেনাকে হত্যা করে তাঁদের অস্র উদ্ধার করেন
[১১০] রীতা ভৌমিক
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত