বাংলাদেশ সেনাবাহিনী
বাংলাদেশ সেনাবাহিনী ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলা কালে প্রতিষ্টিত হয়,প্রাথমিক ভাবে ইস্টবেঙ্গল রেজিমেন্ট বাঙালি সৈন্য ও অফিসার এবং পাকিস্থান সেনাবাহিনীর থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দেয়া সৈন্যদের সম্বনয়ে গঠিত হয়। ১১ এপ্রিল ১৯৭১ মুজিব নগর সরকারের প্রথম প্রধানমন্ত্রী(অস্থায়ী) তাজউদ্দিন তাঁর বেতার ভাষণে এম এ জি ওসমানীকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপতি করে সেনাবাহিনীর অবকাঠামো প্রকাশ করেন। প্রধান সেনাপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানীর নির্দেশনা অনুযায়ী সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।প্রতিটি সেক্টর একজন সেক্টর কামান্ডারের অধিনে ন্যাস্ত করা ইয়।১১টি সেক্টর আবার ৩টি বিগ্রেট বিভক্ত ছিলো।
কে ফোর্সঃ ৪র্থ,৯ম এবং ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠিত।
অধিনায়ক ছিলেন খালেদ মোশারফ।
জেড ফোর্সঃ ১ম,৩য় এবং ৮ম ইস বেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠিত।
অধিনায়ক ছিলেন মেজর জিয়াউর রহমান।
এস ফোর্সঃ ২য় এবং ১১শ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠিত।
অধিনায়ক মেজর শফিউল্লাহ।
বিভিন্ন সেক্টর ও বাহিনীর মধ্যে সমন্বয় সাধন,রাজনৈতিক নেতৃত্বের সাথে যোগাযোগ রাখা,অস্রের যোগান নিশ্চিত করা,গেরিলা বাহিনীর প্রশিক্ষণের ব্যবস্থা,অ্যামবুশ,আক্রম পরিচালনা ছিলো এই বাহিনীর দায়িত্ব।
রিয়াজ আহমদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত