বাঁধেরহাট অপারেশন, নোয়াখালী
১৯৭১ সালের ১ অক্টবর বেলা ১টার সময় খলিফার হাট থেকে ৯/১০জন রাজাকার নোয়াখালীর মাইজদী রওয়না দেয়। মুক্তিযোদ্ধারা খবর পেয়ে ২ মাইল পথ দৌড়ে এসে বাঁধের হাটের পূর্ব দিকে হামিদ উল্লাহ মৌলভী সাহেবের বাড়ির পার্শ্বে এসে রাজাকারদের উপর আক্রমন শুরু করে।এখান থেকে মাইজদী কাছাকাছি থাকায় মুক্তিযোদ্ধারা দিনের বেলায় আর অগ্রসর না হয়ে ক্যাম্পে চলে যায়।
[৪৪] জুবাইদা নাসরীম
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত