You dont have javascript enabled! Please enable it!

বাকেরগঞ্জ থানার যুদ্ধ, বরিশাল

ডিসেম্বরে পাক বাহিনী বরিশাল ছেড়ে চলে যায় কিন্তু তখন বাকেরগঞ্জ থানা ও বাজার পুলিশের দখলে ৬ডিসেম্বর ভোরে ক্যাপ্টেন শাহজাহান ওমরের নেতৃত্বে কামান্ডার নাসির উদ্দিন বজলুর রহমান ও পঞ্চম আলী বাকেরগঞ্জ থানা আকরমন করে।৩২ঘন্টা ধরে যুদ্ধ চলে।হাজার হাজার জনতা জয় বাংলা,তোমার নেতা আমার নেতা শেখ মুজিব,প্রভৃতি শ্লোগান দিচ্ছে।বিচ্ছুবাহিনী থানার ভেতরে গিয়ে হাতবোমা মেরে পুলিশ ও রাজাকারদের আত্নসমর্পণ করতে বাধ্য করে।এ যুদ্ধে ৪জন মুক্তিযোদ্ধা শহীদ হোন।বরিশাল শহরের মোসতাক হোসেন ছিল্টু গুলিবিদ্ধ হয়ে মারা যায়।ছিল্টু এ,কে স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল।রাজাপুরের চন্দ্র শেখর,বাবুওগঞ্জ থানার চর আলগীর শাহজাহান এ যুদ্ধে শহীদ হয়েছেন।থানার ওসি ও ২৫জন রাজাকার যুদ্ধে নিহত হয়।থানায় ১২৫জন রাজাকার ছিলো।
[৫৭] সিরাজ উদ্দিন আহমেদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!