বশরতনগর মাদ্রাসার আলবদর ক্যাম্প অভিযান, চট্টগ্রাম
বশরতনগর চান্দনাইশ থানা থেকে ৫ কিলোমিটার দক্ষিণে এবং চট্টগ্রাম-কক্সবাজার সড়কে অবস্থিত দোহাজারী বাজার থেকে ৪ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এখানকার রাজাকাররা স্থানীয়দের অত্যাচার করছিল এই খবর পেয়ে সার্জেন্ট আবদুস সবুরের নেতৃত্বে ১২/১৩ জনের গেরিলা দল ৩ কিলোমিটার পথ হেঁটে বশরতনগর মাদ্রাসার কাছে আসেন। রাজাকাররা খবর পেয়ে গুলি ছুঁড়তে ছুঁড়তে মাদ্রাসার মধ্যে চলে যায়। তখন মুক্তিযোদ্ধারা তাদের ধাওয়া করে। সার্জেন্ট আব্দুস সবুর এক পর্যায়ে এক হাতে গ্রেনেড অন্য হাতে এস,এম,জি নিয়ে মাদ্রাসার সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। একটি কক্ষে গ্রেনেডও নিক্ষেপ করেন। তখন রাজাকাররা তাঁর শরীর ঝাঝরা করে দেয় ব্রাশ ফায়ারে। তিনি শহীদ হন। অবস্থা প্রতিকূল হলে মুক্তিযোদ্ধারা পেছনে চলে আসতে বাধ্য হন। এই যুদ্ধে সবুর, ফেরদৌস, মালেক, আঃ মজিদ, আলমগীর, গফুর, মনির ও অন্যরা অংশগ্রহণ করেন।
[৫৯৭] কে.এম. আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত