বসত নগরে রাজাকারদের বিরুদ্ধে অভিযান, চট্টগ্রাম
বসত নগর ঢাকা-চট্টগ্রাম ট্র্যাংক রোড থেকে (সীতাকুণ্ড থানা থেকে ১ কিলোমিটার উত্তরে) পশ্চিম দিকে ২ কিলোমিটার দূরে অবস্থিত। অক্টোবর মাসের মাঝামাঝি কমান্ডার নুরুল হুদা এই অপারেশন পরিচালনা করেন। তিনি ৭/৮ জন সহযোগী নিয়ে সাধারণ বেশে বসত নগরে যান। বিকাল ৪টার দিকে কমান্ডার নুরুল হুদা (সাধারণ বেশে) চায়ের দোকানে আড্ডা দেন। কিছুক্ষণ পর রাজাকারদের দেখতে পান। তারা সামনে দিয়ে যাওয়ার সময় লুকিয়ে থাকা মুক্তিযোদ্ধারা আকস্মিকভাবে আড়াল থেকে সামনে এসে ২ জন মিলিশিয়াকে ঘিরে ফেলে। পরে গ্রামের লোকজন জড়ো হয়। একপর্যায়ে তাদেরকে মুক্তিযোদ্ধারা হত্যা করে।
[৫৯৭] কে.এম. আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত