বসুর বাজার রাজাকার ক্যাম্প আক্রমণ, ময়মনসিংহ
বসুর বাজার ময়মনসিংহ জেলার কেন্দুয়া থানার অন্তর্গত। কেন্দুয়া নেত্রকোনা রাস্তার উপর কেন্দুয়া থানার উত্তরে নোয়াপাড়া ও সান্দিকোনার মাঝামজাহি এলাকায় বসুর বাজারটির অবস্থান। বাজারের পাশেই পূর্ব-পশ্চিমে বয়ে গেছে একটি ছোট নদী। এই নদীর উপর সেতুর নিরাপত্তায় ছিল একটি রাজাকার ক্যাম্প।
২০ নভেম্বর দিবাগত রাতে মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম জিলানীর নেতৃত্বে ২৫ জন মুক্তিযোদ্ধার একটি দল বসুর বাজার রাজাকার ক্যাম্প আক্রমণ করে। অতর্কিত এই আক্রমণে রাজাকারেরা প্রাথমিক প্রতিরোধ গড়ে তুললেও বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। যুদ্ধে মুক্তিযোদ্ধারা রাজাকার ক্যাম্পটি দখল করে বেশ কয়েকজন রাজাকারকে হত্যা করে। বাকী রাজাকাররা পালিয়ে যায়। এই যুদ্ধে মুক্তিবাহিনীর কয়েকজন সদস্য আহত হয় এবং একজন শাহাদাত বরণ করেন।
এই যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা হলেন গোলাম জিলানী, ইলিয়াস চৌধুরী, মোখলেছুজ্জামান (শহীদ) প্রমুখ।
[৫৯৫] ফিরোজ খায়রুদ্দিন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত