বসুরহাট অ্যাম্বুশ, নোয়াখালী
১৪ আগস্ট মুক্তিবাহিনীর একটি গেরিলা দল কোম্পানীগঞ্জের বসুর হাটের কাছে পাক মিলিশিয়াদের অ্যামবুশ করে। এই অ্যামবুশে প্রায় ৩০ জন হতাহত হয়। গেরিলারা একটি টয়োটা জীপও ধ্বংস করে দেয়। সংঘর্ষে মুক্তিবাহিনীর গেরিলা নূরুন্নবী মারাত্মক আহত হন। পাকসেনারা ৩০টি অটোমেটিক এম জি এর সাহায্যে গোলাগুলি চালায়। ১৬ আগস্ট সোনাইমুড়ি রেল ষ্টেশনের কাছে বড়াদিয়া রেলসেতু গেরিলারা উড়িয়ে দেয়। মুক্তিবাহিনীর গেরিলারা এইসব তৎপরতায় পাকসেনাদের আরো ব্যতিব্যস্ত করে তোলে।
[১৮] আবুল কাশেম হৃদয়
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত