You dont have javascript enabled! Please enable it!

বরিশাল সাব-সেক্টরের যুদ্ধকথা

সেক্টর কমান্ডার মেজর জলিল সেক্টর সহুধিনায়ক নূরুল হুদা (হিরু)র সহায়তায় নায়ক ৭৫ জনের একটি দুর্ধর্ষ গেরিলা দল গঠন করে প্রশিক্ষণ দিয়ে এক দুর্দর্শ বাহিনীতে পরিণত করে ৯নং সেক্টরের বরিশাল সাব-সেক্টর বাহিনী। এই বাহিনী ’৭১-এর আগস্টের ২০ তারিখ বরিশালের উদ্দেশ্যে রওয়ানা করার কথা থাকলেও পাকিস্তান থেকে পালিয়ে আসা ৭ জন তরুণ অফিসারের মধ্যে একজন (ক্যাপ্টেন শাহজাহান ওমর)কে এ দলের প্রধান সঙ্গে দেয়া হয় এবং ৭৫ জন দুর্দর্শ মুক্তিযোদ্ধাকে নিয়ে ক্যাপ্টেন শাহজাহান ওমরের নেতৃত্বে যশোরের বাগদা বর্ডার দিয়ে ২১ আগস্ট ১৯৭১ প্রেরণ করা হয়। অতঃপর ঝিকরগাছা, কালিগঞ্জ, কোলা, মাগুরা হয়ে পরাণপটুর (যশোর), ভেন্নাবাড়ী (ফরিদপুর), নারিকেল বাড়ী ও মশাং হয়ে ২৫ আগস্ট ভবানীপুর মিস্ত্রি বাড়িতে রাত্রি যাপন করে এ দলটি। এই সময় মজিদ খানের বাহিনী ও রতন শরীফের বাহিনী এই সাব-সেক্টরের ট্রুপস এর সাথে মিলিত হয়। পরদিন ২৬ আগট (উজিরপুর থানা) বড়াকাঠা দরগা বাড়ির স্কুলে বরিশাল সাব-সেক্টরের প্রথম ক্যাম্প স্থাপন করে সর্বপ্রথম এখান থেকে ক্যাপ্টেন শাহাজাহান ওমরের নেতৃত্বে বৃহত্তর বরিশাল জেলার সকল মুক্তিযোদ্ধারা আহবান জানিয়ে সাব সেক্টর হেড কোয়ার্টারের সাথে একত্র হয়ে সুশৃঙ্খলভাবে হানাদারদের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে বৃহত্তর বরিশালকে মুক্ত করার শপথ গ্রহণ করা হয়। ৭৫ জনের বাহিনী কতৃক আনীত অস্ত্র ও গোলাবারুদ দিয়ে থানায়, এলাকায় এলাকায় বেইস গঠন করে বেইস কমান্ডারের মাধ্যমে ৩৪টি বেইজের স্বীকৃতি দেয়া হয়।
[৩৬] ওবায়দুর রহমান মোস্তফা

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!