You dont have javascript enabled! Please enable it!

বরনি গ্রামে যুদ্ধ, সিলেট

সিলেটের সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের দক্ষিণে কোম্পানিগঞ্জ থানা সদর থেকে ৪ কি.মি. দক্ষিণে বরনি গ্রামটি অবস্থিত। এই গ্রামের গৌরী নগরে পাকিস্তানী বাহিনীর ক্যাম্প ধ্বংস করার উদ্দেশ্যে ১৯জনের একটি দল গঠন করা হয়। যার নেতৃত্বে ছিলেন কোম্পানি কমান্ডার মাহাবুবুল হক। ভোর পাঁচটার দিকে এই দলটি লক্ষ্যবস্তুতে আক্রমণ করে। উভয়পক্ষে প্রায় ২ ঘণ্টা গোলাগুলি হয়। এই যুদ্ধে পাকিস্তানী বাহিনীর ব্যাপক ক্ষতি সাধিত হলেও মুক্তিযোদ্ধাদের তেমন ক্ষতি হয়নি। তারা সফলভাবে যুদ্ধ শেষ করে চলে যায়।
[৫৫] নিবেদিতা দত্ত

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদি