You dont have javascript enabled! Please enable it!

বলাখাল হরিসভার যুদ্ধ, চাঁদপুর

১৭ আগষ্ট শুক্রবার ১৯৭১ চাঁদপুরের হাজীগঞ্জ থানার বলাখাল নামক স্থানে রাজাকার ও পাকবাহিনীর সাথে মুক্তিবাহিনীর কমান্ডার ক্যাপ্টেন জহিরুল হক পাঠান এর বাহিনীর সাথে সংঘর্ষ হয়। এই যুদ্ধে প্রায় ৬০/৭০ জন রাজাকার মারা যায়।
মুক্তিযোদ্ধারা ১৫/১৬ জনকে বেঁধে নিয়ে আসলে জনতা কিলঘুষি লাথি এবং মাটিতে ফেলে তাদের রামচন্দ্রপুর বাজারে মেরে ফেলে। উভয় পক্ষের লড়াইয়ে কয়েকজন পাকসেনা আহত হয়। মুক্তিযোদ্ধাদের কেউ আহত না হলেও পাক বাহিনীর গুলিতে ১ । গোবিন্দ্র চন্দ্র দাস (বলাখান), ২। শহিদুল ইসলাম মুন্সি, ৩। ভূষণ চন্দ্র দাস (ডররা), নিহত হয়।
[২৪] ডা. মো. দেলোয়ার হোসেন খান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!