You dont have javascript enabled! Please enable it! 1971.11.09 | বল্লভপুর গ্রামে অপারেশন, লক্ষীপুর - সংগ্রামের নোটবুক

বল্লভপুর গ্রামে অপারেশন, লক্ষীপুর

৭১-এর ৯ নভেম্বর লক্ষীপুর জেলার দেওয়ান শাহ দরগাহর কাছে ছোটো বল্লভপুর গ্রামের চন্দ্রগঞ্জ থেকে রাজাক্র বাহিনী আক্রমণ করে। রাজাকাররা দুই তিনজন নারীকে গ্রেফতার করে। এই সময় মুক্তিযোদ্ধা গ্রুপ কমান্ডার আব্দুল খালেক ও ওয়াহেদ নিজেদের ট্রুপ নিয়ে অতর্কিতে রাজাকারদের আক্রমণ করে। মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণের মুখে রাজাকার বাহিনী প্রতাপগঞ্জ হাইস্কুলে গিয়ে আশ্রয় নেয়। দুইজন নারীকে মুক্তিযোদ্ধা মুক্ত করে এবং তাদের মালামাল নিজেদের আয়ত্তে নিয়ে আসে।
[৪৪] জোবাইদা নাসরীন

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত